বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানী (বাপেক্স) ভোলা জেলার শাহবাজপুরে বর্তমান গ্যাসক্ষেত্রের কাছে একটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে যেখানে ৭০০ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই খবর সাংবাদিকদের জানিয়ে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী নতুন গ্যাসক্ষেত্রে প্রায় সাতশ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস রয়েছে। পূর্ববর্তী মজুদসহ মোট মজুদের পরিমাণ এক ট্রিলিয়ন কিউবিক ফুট পর্যন্ত হতে পারে। এটা আমাদের দেশের জন্য একটা সুসংবাদ।”
মন্ত্রিসভার বৈঠকে এ সংবাদ জানানো হয় বলে বার্তা সংস্থা ইউএনবি’র খবরে বলা হয়েছে।