চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বে প্রথম সৌরশক্তি চালিত পার্লামেন্ট চালু করেছে পাকিস্তান। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌরশক্তি চালিত পার্লামেন্ট ভবন চালু করেন।
পার্লামেন্টের স্পিকার আইয়াজ সাদিক জানান, সোলার প্ল্যান্টে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পার্লামেন্ট ভবনের জন্য ৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর বাকিটা জাতীয় গ্রিডে যুক্ত হবে।
২০১৪ সালে পাকিস্তান সর্বপ্রথম পার্লামেন্ট সম্পূর্ণরূপে সৌরশক্তিতে পরিচালনার পরিকল্পনা ঘোষণা করে। বন্ধুত্বের নিদর্শণ স্বরূপ চীন সৌরবিদ্যুৎ শক্তি প্রকল্পের জন্য পাকিস্তানকে তহবিল যোগান দেয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর পাকিস্তান সফরের সময় এ প্রকল্পের উদ্বোধন করেন। সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য পাকিস্তানকে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য দিয়েছে চীন।
পাক প্রধানমন্ত্রী শরীফ বলেন, “স্বাধীনতার পর এই প্রথম সৌরশক্তির মাধ্যমে পার্লামেন্টে নিজস্বভাবে বিদ্যুতের যোগান দেয়া সম্ভব হয়েছে। সরকারি–বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানেও এপথ অনুসরণ করা প্রয়োজন।”
তিনি আরো বলেন, “পাকিস্তান ও চীনের দৃঢ় বন্ধুত্বের আরেক উদাহরণ এটি।” পাকিস্তানে অবস্থিত চীনের রাষ্ট্রদূতও পার্লামেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।